https://geostarhk.com/geography-history-and-concept/ আবিষ্কারের মহাযুগ - Kabir (geostarhk.com) আজকের পরিচিত পৃথিবীতে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এন্টার্কটিকা মহাদেশের অবস্থান দেখা যায় কিন্তু প্রাচীনকালের পরিচিত পৃথিবীতে কেবলমাত্র এশিয়া, ইউরোপ এবং অফ্রিকা (লিবিয়া) এই তিন মহাদেশের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। দুই একজন প্রাচীন ভূগোলবিদ কেবলমাত্র এশিয়া ও ইউরোপ মহাদেশের কথা উল্লেখ করেন। অন্যসকল মহাদেশ বা ভূ-খন্ড সমন্ধে কোন ধারণাই ছিল না। অনেক পরে এই তিন মহাদেশ ছাড়ার যে অন্যান্য মহাদেশ আছে সে সম্বন্ধে মানুষ জানতে পারে। মানুষের জ্ঞানের সীমা বিস্তারের সঙ্গে সঙ্গে সেই সকল অজানা অচেনা নূতন নূতন দেশ লোকসম্মুখে প্রকাশিত হতে থাকে । প্রাচীন কালের পরিচিত পৃথিবীর আকার আয়তনের অনেক পরিবর্তন ঘটে মধ্যযুগে। তখনকার পরিবর্তনটি ছিল ধীর গতির যাহা তরান্বিত হয় পরবর্তীকালে ব্যাপক সমুদ্রাভিযানের সঙ্গে সঙ্গে। 1 Definition Download By kabir 0 Comments Leave a Reply Your email address will not be published. Required fields are marked * Name Email Webs...