জলবায়ু পরিবর্তন এরকম একটি বিষয় না যে হঠাৎ দেখা গেল যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের পানিকে ডূবে গেছে , কিংবা মেরু অঞ্চলের সব বরফ গলে গেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ ষড়ঋতুর দেশ , এই ঋতুবৈচিত্র ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম ও বর্ষা প্রলম্বিত হচ্ছে , অন্যদিকে শীতকাল সংকুচিত হচ্ছে। শরৎ ও হেমন্তের অস্তিত্ব প্রায় বিলুপ্ত। পরিবেশ বিজ্ঞানীদের মতে , এর পেছনে রয়েছে জলবায়ুর পরির্বতন। ঘন ঘন বন্যা , জলোচ্ছ্বাস , সাগরে নিম্নচাপ , ঘূর্ণিঝড় , খরা , জলাবদ্ধতা , অসময়ে বৃষ্টি - অনাবৃষ্টি , জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপর্যস্ত করে ফেলছে। জলবায়ু পরিবর্তন পৃথিবীর টেকসই উন্নয়ন ও মানবজাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তনের ওপর Intergovernmental Panel on climate Change-IPCC “ বিজনেস আজ ইউজুয়াল ” পটভূমিতে হিসেব করে দেখিয়েছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা ৪ . ২ ডিগ্রি বাড়বে। জলবায়ুর পরিবর্তন এর নেতিবাচক দিক ভেবে মানবসভ্যতা তার ভবিষ্যৎ নিয়ে শংকিত। প্রাকৃ
Comments