Sundarban

 































জলবায়ু পরিবর্তন এরকম একটি বিষয় না যে হঠাৎ দেখা গেল যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের পানিকে ডূবে গেছে, কিংবা মেরু অঞ্চলের সব বরফ গলে গেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এই ঋতুবৈচিত্র ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম বর্ষা প্রলম্বিত হচ্ছে, অন্যদিকে শীতকাল সংকুচিত হচ্ছে। শরৎ হেমন্তের অস্তিত্ব প্রায় বিলুপ্ত। পরিবেশ বিজ্ঞানীদের মতে, এর পেছনে রয়েছে জলবায়ুর পরির্বতন। ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা, অসময়ে বৃষ্টি-অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপর্যস্ত করে ফেলছে।  জলবায়ু পরিবর্তন পৃথিবীর টেকসই উন্নয়ন মানবজাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তনের ওপর Intergovernmental Panel on climate Change-IPCC বিজনেস আজ ইউজুয়াল পটভূমিতে হিসেব করে দেখিয়েছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা . ডিগ্রি বাড়বে।  জলবায়ুর পরিবর্তন এর নেতিবাচক দিক ভেবে মানবসভ্যতা তার ভবিষ্যৎ নিয়ে শংকিত। প্রাকৃতিকভাবে আমরা যেসব সমস্যার সম্মুখীন হতে পারি তা হলো স্বাভাবিক বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, বন্যা হবার প্রবণতা বৃদ্ধি, খরার স্থায়িত্ব তীব্রতা বৃদ্ধি, স্থলে টর্নেডো এবং সমুদ্রে সামুদ্রিক ঝড়ের ঘটনা ঘটবার Frequency বৃদ্ধি, তাপ প্রবাহের তীব্রতা বৃদ্ধি, পানির  Quality Quality পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহের গলন ইত্যাদি। পৃথিবীর জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের দক্ষিণের বিরাট অংশ তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, অকাল বর্ষণ, প্রচণ্ড শীত, খরা, নদী ভাঙন, উপকূলীয় অঞ্চলে ঘনঘন নিুচাপ এর উপসর্গ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। অকালে মরে যাচ্ছে গাছপালা। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বঙ্গোপসাগরে এখন আর পূর্বেও মতো মাছ ধরা পড়ে না। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চল শুধু তলিয়েই যাবে না বিরাট হুম[কির মুখে পড়বে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পরিচিত সুন্দরবন। বিজ্ঞানীরা অনেক আগেই আভাস দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতি হবে সুন্দরবনের। সুন্দরবন না বাঁচলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোও কঠিন হবে।

Comments

Popular posts from this blog

প্রত্যয়ণ পত্র এ মর্মে প্রত্যয়ণ করা যাইতেছে যে, এমএসসি ডিগ্রি অর্জনের আংশিক চাহিদা পূরণের লক্ষ্যে পরিবেশ বিভাগ