সাধারণভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াকে, সম্মিলিতভাবে হাওর অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে আসাম এবং দক্ষিণে ত্রিপুরা-মিজোরামের পার্বত্যাঞ্চলের ঢালে অবস্থিত এ অঞ্চল দেশের অন্য সমতল অঞ্চলের চেয়ে সামান্য নিচু প্রকৃতির। সমুদ্রপৃষ্ঠ থেকে এ অঞ্চলের উচ্চতা প্রায় ৪-৫ মিটার। আয়তনের দিক দিয়ে ছোট হলেও এই বাংলাদেশের ভূ-প্রকৃতি বৈচিত্রপূর্ণ। বাংলাদেশের হাওর হচ্ছে এই বৈচিত্রের অন্যতম ভূ-প্রকৃতি। হাওর হচ্ছে এক বিশেষ ধরণের জলাভূমি। প্রতি বছর বর্ষায মৌসুমে এবং কখনোবা আগাম বন্যায় হাওরগুলো প্লাবিত হয়। বছরের কয়েকটি মাস এ অঞ্চল গভীর পানিতে নিমজ্জিত থাকে। চারপাশে যে দিকে চোখ যায়, শুধু কূল-কিনারহীন পানি আর পানি। এর মধ্যেই অনেক দূরে দূরে ছোট্ট দ্বীপের মতো ভেসে থাকে একেকটি গ্রাম। কোথাও কোথাও এক দুটি হিজল গাছ নাক জাগিয়ে দাঁড়িয়ে থাকে কোনোমতে। এ এক অপার বিষ্ময়। বিশ্বে এমন অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যময় এলাকা খুবই বিরল। বঙ্গোপসাগর থেকে উৎসারিত বিশেষ ধরণের মৌসুমি বাষ্পপূর্ণবায়ু এবং...