আবিষ্কারের মহাযুগ

 

আবিষ্কারের মহাযুগ

AGE OF EXPOLARATION

 

 

 

A. S. M. HAFZUL KABIR

 PROFESSOR

GEOGRAPHY& ENVIRONTMENT

 

 

 

 

আবিষ্কারের মহাযুগ

 

মধ্যযুগে ইউরোপে দীর্ঘসময় ব্যাপী উন্নত গ্রীক রোমান সভ্যতা অজ্ঞতা কুসংষ্কারে আচ্ছন্ন ছিল। এই সময় ইউরোপের গনমানস উন্নত গ্রীক রোমান সভ্যতা ভুলে গিয়ে নানা কুসংষ্কার, অন্ধবিশ্বাস অন্যায় অত্যাচারের শিকারে পরিনত হয়। sমানুষের বহুদিনের আচরিত কুসংষ্কার, অজ্ঞতা বিবেকহীনতার বিরুদ্ধে ভাষা, শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য যে আন্দোলন তাকে ফরাসী ভাষায় রেনেসাঁ নামে অভিহিত করা হয়। এর অর্থ পুনর্জন্ম বা জাগৃতি বা জাগরণ। ব্যাপক অর্থে রেনেসাঁ বলতে ব্যক্তিত্বের পুনর্জন্ম বুঝায়।

ইউরোপে রেনেসাঁ সৃষ্টির কারণগুলোর মধ্যে কনস্টান্টিনোপলের পতন, ক্রুসেডের ফল, মুসলমানদের অবদান, হিউম্যানিষ্টদের প্রভাব, জাতীয় ভাষা সাহিত্যের বিকাশ, মুদ্রনযন্ত্রের আবিষ্কার, জ্ঞানের বিভিন্ন শাখার প্রসার প্রভৃতি অন্যতম। ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে ইতালির ভৌগোলিক অবস্থান এই দেশটিকে একদিকে যেমন এই অঞ্চলের বানিজ্যিক এবং সাংস্কৃতিক প্রানকেন্দ্রে পরিনত করেছিল, অন্যদিকে তেমনি এখানে মুসলিম সংস্কৃতির প্রভাবও সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছিল। ফলে ইতালি শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে ইউরোপের অন্যান্য অঞ্চলের চেয়ে অগ্রবর্তী ছিল। এইজন্য পনের শতকে রেনেসাঁ সর্বপ্রথম ইতালীতে আত্মপ্রকাশ করে এবং অল্প সময়ের মধ্যে ফ্রান্স, জার্মানী, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। দান্তে, পেত্রার্ক, বোকাসিও, কোপারনিকাস, লিওনার্দ-দা-ভিঞ্চি, ্যাফেইল, মাইকেল এন্জেলো প্রমুখ মনিসীদের অবদান রেনেসাঁ সৃষ্টিতে অবিস্মরনীয় ভূমিকা পালন করেছে।


https://geostarhk.com/আবিষ্কারের-মহাযুগ-age-of-expolaration/

Comments

Popular posts from this blog

প্রত্যয়ণ পত্র এ মর্মে প্রত্যয়ণ করা যাইতেছে যে, এমএসসি ডিগ্রি অর্জনের আংশিক চাহিদা পূরণের লক্ষ্যে পরিবেশ বিভাগ

Sundarban