প্রত্যয়ণ পত্র এ মর্মে প্রত্যয়ণ করা যাইতেছে যে, এমএসসি ডিগ্রি অর্জনের আংশিক চাহিদা পূরণের লক্ষ্যে মো. ---------------------------------------- রোল নং ১৬৬০৩, রেজিঃ নং ১৯২১৫০৪০০০ উপস্থাপিত পরিবেশ জরিপ ২০২০ শিরোনামের গবেষণা প্রতিবেদনটি তার আমাদের তত্ত্বাবধানে সম্পন্ন করেছে। প্রতিবেদনটি তার ভূগোল ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে সন্তোষজনক ভাবে সম্পন্ন করেছে বলে আমাদের বিশ্বাস। প্রতি স্বাক্ষর অধ্যাপক ও চেয়ারম্যার, ভূগোল ও পরিবেশ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জলবায়ু পরিবর্তন এরকম একটি বিষয় না যে হঠাৎ দেখা গেল যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের পানিকে ডূবে গেছে , কিংবা মেরু অঞ্চলের সব বরফ গলে গেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ ষড়ঋতুর দেশ , এই ঋতুবৈচিত্র ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম ও বর্ষা প্রলম্বিত হচ্ছে , অন্যদিকে শীতকাল সংকুচিত হচ্ছে। শরৎ ও হেমন্তের অস্তিত্ব প্রায় বিলুপ্ত। পরিবেশ বিজ্ঞানীদের মতে , এর পেছনে রয়েছে জলবায়ুর পরির্বতন। ঘন ঘন বন্যা , জলোচ্ছ্বাস , সাগরে নিম্নচাপ , ঘূর্ণিঝড় , খরা , জলাবদ্ধতা , অসময়ে বৃষ্টি - অনাবৃষ্টি , জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপর্যস্ত করে ফেলছে। জলবায়ু পরিবর্তন পৃথিবীর টেকসই উন্নয়ন ও মানবজাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তনের ওপর Intergovernmental Panel on climate Change-IPCC “ বিজনেস আজ ইউজুয়াল ” পটভূমিতে হিসেব করে দেখিয়েছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা ৪ . ২ ডিগ্রি বাড়বে। জলবায়ুর পরিবর্তন এর নেতিবাচক দিক ভেবে মানবসভ্যতা তার ভবিষ্যৎ নিয়ে শংকিত। প্রাকৃ
Comments