আবিষ্কারের মহাযুগ AGE OF EXPOLARATION A. S. M. HAFZUL KABIR PROFESSOR GEOGRAPHY& ENVIRONTMENT আবিষ্কারের মহাযুগ – মধ্যযুগে ইউরোপে দীর্ঘসময় ব্যাপী উন্নত গ্রীক ও রোমান সভ্যতা অজ্ঞতা ও কুসংষ্কারে আচ্ছন্ন ছিল। এই সময় ইউরোপের গনমানস উন্নত গ্রীক ও রোমান সভ্যতা ভুলে গিয়ে নানা কুসংষ্কার , অন্ধবিশ্বাস ও অন্যায় অত্যাচারের শিকারে পরিনত হয়। s মানুষের বহুদিনের আচরিত কুসংষ্কার , অজ্ঞতা ও বিবেকহীনতার বিরুদ্ধে ভাষা , শিক্ষা ও সংস্কৃতি বিকাশের জন্য যে আন্দোলন তাকে ফরাসী ভাষায় রেনেসাঁ নামে অভিহিত করা হয়। এর অর্থ পুনর্জন্ম বা জাগৃতি বা জাগরণ। ব্যাপক অর্থে রেনেসাঁ বলতে ব্যক্তিত্বের পুনর্জন্ম বুঝায়। ইউরোপে রেনেসাঁ সৃষ্টির কারণগুলোর মধ্যে কনস্টান্টিনোপলের পতন , ক্রুসেডের ফল , মুসলমানদের অবদান , হিউম্যানিষ্টদের প্রভাব , জাতীয় ভাষা ও সাহিত্যের বিকাশ , মুদ্রনযন্ত্রের আবিষ্কার , জ্ঞানের বিভিন্ন শাখার প্রসার প্রভৃতি অন্যতম। ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে ইতালির ভৌগোল